প্রচ্ছদ ›› রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী দিতে ডা. মুরাদের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২১ ১০:২৮:৫৩ | আপডেট: ৩ years আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী দিতে ডা. মুরাদের অনুরোধ
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

আগামী নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আরও একজনকে দায়িত্ব দিতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ কথা জানান।

ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নে মুরাদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সজ্জন ব্যক্তি, সফল মানুষ। কিন্তু তাকে সহযোগিতা করার জন্য সেখানে আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত।

বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীকে বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।

আপনাকে দায়িত্ব দিলে পালন করবেন কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার মা। তিনি আমাকে যে দায়িত্ব দেবেন সেটাই পালন করবো। তিনি যদি বলেন আগুনে ঝাঁপ দে মুরাদ। আমি তাই করবো। ইউপি নির্বাচনে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ অত্যন্ত বেদনাদায়ক। খারাপ লাগে, কষ্ট লাগে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশে নেই, নির্বাচন হচ্ছে। আমাদের কি দায়িত্বশীল হওয়া উচিত নয়? আমার দলের নেতাকর্মীদের এ কমনসেন্সটা কবে গ্রো করবে? একটা মেম্বার না হলে কী হবে? না খেয়ে মারা যাবে? মেম্বার হলেই বা কী হবে? বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যার মতো তার চেয়ে বেশি কাজ করে ফেলবেন? আমি হাত জোড় করে অনুরোধ করছি, দাঙ্গা-হাঙ্গামা কইরেন না। বিশেষ করে আমাদের দলের কালচার এটা নয়।