প্রচ্ছদ ›› রাজনীতি

স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২১ ১৬:১৭:৪৫ | আপডেট: ৪ years আগে
স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা ব্যর্থ রাষ্ট্র করতে চায়: কাদের

দেশের স্বাধীনতায় ও মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, তারাই দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। বিএনপিই একের পর এক এসব প্রতিষ্ঠানকে বিতর্কিত করছে।

তিনি বলেন: বিএনপিকে নির্বাচনে বিজয়ের গ্যারান্টি দিলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ বলে। আর তাদের পক্ষে রায় দিলেই বিচার বিভাগ স্বাধীন বলে। তাদের নেতাদের অপরাধ ও দুর্নীতির বিচার না করলে দুদক ভালো।

তিনি আরও বলেন: বিএনপি এখন দিশেহারা, ক্ষমতা ফিরে পাওয়ার মোহে বিএনপি নেতারা এখন মিথ্যাচার আর ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছেন। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, তাদের চরিত্র এখন জনগণের কাছে স্পষ্ট।