প্রচ্ছদ ›› রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
২৪ জুন ২০২২ ২২:০৭:২৩ | আপডেট: ৩ years আগে
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
খালেদা জিয়া (ফাইল ছবি)

হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১৩ দিন থাকার পর শুক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিকাল ৫টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারপার্সন হাসপাতাল ত্যাগ করেন এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তার গুলশানের বাসায় পৌঁছান।

এর আগে, এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিত করতে গঠিত মেডিকেল বোর্ড জানায়, দেশে আবারও ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় করোনা সংক্রমণের ঝুঁকির কারণে অসুস্থ খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়েছে।

মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ম্যাডাম (খালেদা) এখনও অসুস্থ। তবে তিনি এখন স্থিতিশীল। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে আমরা তাকে এখন এখানে (হাসপাতালে) রাখতে চাই না। তবে কোনো জটিলতা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হবে।’

‘রক্তপাতের জটিলতা এখন তার জন্য একটি খুব চ্যালেঞ্জিং বিষয়। যেহেতু তার লিভার সিরোসিস সমস্যা রয়েছে, তিনি এখন রক্তপাতের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তার কিডনির জটিলতা কাটিয়ে উঠেছে। তবে হৃদপিণ্ডে এখনও দুটি ব্লকেজ রয়েছে।’

প্রফেসর শাহাবুদ্দিন বলেন, খালেদা জিয়াকে বাসায় পূর্ণ নজরদারিতে রাখতে হবে।