প্রচ্ছদ ›› রাজনীতি

হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৩ ১৬:৩৪:২১ | আপডেট: ১ year আগে
হিরো আলমকে নিয়ে বিবৃতি: ১৩ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৩ কূটনীতিককে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের ডেকে পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘটনায় যৌথ বিবৃতি দেওয়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে তলব করা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকেও।

এই একই ইস্যুতে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকেও এর আগে তলব করেছিলো মন্ত্রণালয়।