প্রচ্ছদ ›› রাজনীতি

হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই

নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২১ ১২:৩২:৪৫ | আপডেট: ৩ years আগে
হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী আর নেই
মাওলানা নুরুল ইসলাম জিহাদী

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী আর নেই।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ ইদ্রিস ।

এর আগে গত শনিবার হার্ট অ্যাটাক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয় নুরুল ইসলাম জিহাদীকে। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

রোববার আল্লামা নুরুল ইসলাম জিহাদীর ছেলে মোর্শেদ বিন নূর বলেন, শনিবার রাত ১টায় দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।