হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ২৯ মার্চ পল্টন থানায় করা মামলায় এজাহারনামীয় ৩২ নম্বর আসামি হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহ।
জাহিদুল ইসলাম সোহাগ জানান, মাওলানা সানাউল্লাহ পল্টন থানার ওই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা এক মামলায় হেফাজতে ইসলামের অন্যতম নেতা খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।