প্রচ্ছদ ›› রাজনীতি

১৪০ দিন পর কারামুক্ত রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল ২০২৩ ১৬:৪৭:২৯ | আপডেট: ২ years আগে
১৪০ দিন পর কারামুক্ত রুহুল কবির রিজভী

দীর্ঘ ১৪০ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সবগুলো মামলায় জামিন পেয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

এ সময় জেলগেটে রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তার স্ত্রী আরজুমান আরা বেগমসহ দলীয় নেতাকর্মীরা। পরে প্রাইভেট কারে রাজধানীর নয়াপল্টনের উদ্দেশে রওনা দেন রিজভী।

সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ দক্ষিণ কেরানীগঞ্জের নেতাকর্মীরা।