প্রচ্ছদ ›› রাজনীতি

'আ. লীগ কচুপাতার শিশিরবিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে'

নিজেস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২২ ১৯:৩২:৪৫ | আপডেট: ৩ years আগে
'আ. লীগ কচুপাতার শিশিরবিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে'

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন। আওয়ামী লীগ কচুপাতার শিশিরবিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে।

তিনি বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। দুঃসময়ের কর্মীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না।

বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা কে, কেইবা তাদের আন্দোলনের নেতা- জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপি) দলেই গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত।

বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়, বাংলাদেশ আজ ভিক্ষা দেয়-মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন-অর্জনে বিশ্বের বিস্ময়। শেখ হাসিনার সততা ও নেতৃত্বের জন্য সারা দুনিয়ার মানুষ আজ প্রশংসা করছে।

বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে দেশের উন্নয়ন-অর্জন ধ্বংস হয়ে যাবে; সেই সঙ্গে গণতন্ত্র ও স্বাধীনতার চেতনাও ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন আওয়ামী লীগের এ নেতা।