সরকার পতনসহ ১০ দফা দাবিতে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচির দিনে পাল্টা কর্মসূচি না দিতে আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। গতকাল মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
সভার সিদ্ধান্ত তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের নেতারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। কোনো কোনো জায়গায় হামলা করা হচ্ছে। আবার পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। তবে পাল্টা কর্মসূচি দিলে উদ্ভূত পরিস্থিতির দায় আওয়ামী লীগ ও সরকারকে বহন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির সময় পাল্টা কর্মসূচি ঘোষণা করে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তাদের এই পাল্টা কর্মসূচি থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ সরকার বিএনপির কর্মসূচিতে বাধা, হামলা, গুলিবর্ষণ, পরিবহন ধর্মঘট সৃষ্টি করা, হোটেল, রেস্তোরা বন্ধ করে কর্মসূচিগুলো পণ্ড করার নীল নকশা তৈরি করছে।’
সভায় গণতন্ত্র প্রতিষ্ঠার ১০ দফা দাবি আদায়ের লক্ষে চলমান কর্মসূচি সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।