প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার যাত্রাপথ এত সহজ ছিল না। নানা রকম ষড়যন্ত্র, চক্রান্ত চলছিল। এখনো সেই ষড়যন্ত্র, চক্রান্ত আছে। তবে বাংলাদেশের মানুষই আমার পরিবার, এই বাংলাদেশের মানুষই আমার আপনজন। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমার বাবা যেভাবে তার জীবন উৎসর্গ করেছেন, আমার মা-ভাইয়েরা জীবন দিয়ে গেছে, প্রয়োজনে আমিও আমার বুকের রক্ত ঢেলে দেব এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।’
বুধবার সকাল ১০টায় গণভবনে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কাউকে অবহেলা করে নয়, সমাজটাকে টেনে তুলতে হলে সবাইকে সমান সুযোগ দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই আমাদের দেশটা আরও সামনের দিকে এগিয়ে যাক।’