জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা।
শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন।
রুমিন ফারহানা বলেন, গতকাল ই-মেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘এই সংসদে থাকা, না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে শনিবার ছুটির দিন। আগামীকাল সংসদ সদস্যরা স্পিকারের কাছে এই পদত্যাগপত্র পৌঁছে দেবেন।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আট জন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হন ছয়জন। বাকি দুজন গণফোরামের। পরে এমপির সংখ্যার ভিত্তিতে একটি সংরক্ষিত আসন পায় বিএনপি।