প্রচ্ছদ ›› রাজনীতি

ইউক্রেনের ৪ অঞ্চলে সামরিক আইন জারি করলেন পুতিন

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২২ ২১:২৭:৩২ | আপডেট: ২ years আগে
ইউক্রেনের ৪ অঞ্চলে সামরিক আইন জারি করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখলকৃত ইউক্রেনের চার অঞ্চলে সামরিক আইন জারি করেছেন।

স্থানীয় সময় বুধবার ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই আদেশ জারি করেন।

গত মাসে জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্ক এই চারটি অঞ্চল রাশিয়া নিজেদের বলে ঘোষণা দেয়। যদিও এসব এলাকায় পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন।

সামরিক আইন জারির ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে এসব এলাকায় এই আইন কার্যকর হবে এবং জনসাধারণের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা হবে। আবার এসব এলাকার জনসাধারণ চাইলেও অন্য এলাকায় যেতে পারবেন না।

রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে এক টিভি চ্যানেলে পুতিন জানান, ইউক্রেনের এই অঞ্চলগুলোতে যুদ্ধ জোরদার করতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের নেতৃত্বে একটি বিশেষ কাউন্সিল গঠনের আদেশ দেন।

পুতিন আরও জানান, ওই অঞ্চলের মানুষদের সুরক্ষা, রাশিয়ার নিরাপত্তা ও নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করতে তাদের জন্য কঠিন কিছু কাজ করতে হচ্ছে। যেসব নাগরিকরা যুদ্ধ করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন তাদের প্রতি রাশিয়ার যে সমর্থন আছে এটা অনুভব করা উচিত। ওই অঞ্চলগুলোর সরকারপ্রধানদের জরুরি কিছু ক্ষমতা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।