শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি দেয়ার অভিযোগ চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুজনের বিরুদ্ধে হওয়া একটি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার ফারুক-উল-হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি বলে উল্লেখ করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে সারাদেশে শিক্ষার্থীদের গণআন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে। কল রেকর্ডটি বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর। আন্দোলন চালিয়ে যেতে কুমিল্লার এক ছাত্রদল নেতাকে পরামর্শ দিতে শোনা যায় এই কল রেকর্ডে।
পরে এই বিষয়টিকে ছাত্র আন্দোলনে উস্কানি হিসাবে অভিযোগ করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে কোতোয়ালি থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি ধারায় মামলা করেন। মামলায় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিলহানুর রহমান নাওমী নামে দুজনকে আসামি করা হয়।
সূত্রে আরও জানা যায়, এ মামলায় গত ২৮ আগস্ট হাইকোর্ট বিভাগ থেকে আমীর খসরু ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। পরে ২১ অক্টোবর আত্মসমর্পন করলে বিচারিক আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। ১২ নভেম্বর তিনি জামিন পান।