প্রচ্ছদ ›› রাজনীতি

এক মিনিট নীরবতা দিয়ে চট্টগ্রামে আ' লীগের জনসভা শুরু

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২ ১৫:২০:৪১ | আপডেট: ১ year আগে
এক মিনিট নীরবতা দিয়ে চট্টগ্রামে আ' লীগের জনসভা শুরু
সংগৃহীত

চট্টগ্রামে নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে স্থানীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই জনসভা। সভামঞ্চে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা নেতৃবৃন্দরা উপস্থিত আছেন।

জনসভার শুরুতে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বেলা ১১টা থেকে মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন স্থানীয় এবং ঢাকা থেকে আসা শিল্পীবৃন্দ।

জনসভায় যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার-ব্যানার হাতে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় এক এক এলাকার কর্মীদের এক এক রঙের টি-শার্ট পরে আসতে দেওয়া যায়। এমনকি ছাত্রলীগ ও যুবলীগ প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রঙের পোশাক পরে আসেন জনসভায়।

আজকের জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। প্রায় ১১ বছর পর চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।