বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বুধবার সকালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত রয়েছি।’
ওসি বলেন, অবরোধের সমর্থনে বিএনপির নেতা-কর্মীদের বিভিন্ন সড়কে পিকেটিং করতে দেখা গেছে। খাগড়াছড়ি থেকে দূরপাল্লার বাসের টিকিট কাউন্টার খোলা থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস।
তিনি আরও বলেন, শহর ও শহরতলিতে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। কঠোর পুলিশি ব্যবস্থার কারণে কয়েকটি পণ্যবাহী ট্রাকও শহরে প্রবেশ করেছে।