ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে প্রচারসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে এ নির্দেশ দিয়েছে ইসি।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর ২২ বিধি অনুযায়ী এমপিরা স্থানীয় সরকারের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন না। যেহেতু তিনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছেন, তাই তাকে শনিবারের মধ্যে কিশোরগঞ্জ ৫-এর আওতাধীন নির্বাচনী এলাকা (নিকলী উপজেলা) ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে।