প্রচ্ছদ ›› রাজনীতি

ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৩ ১৫:৪৬:৫৯ | আপডেট: ২ years আগে
ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য লাইফ সাপোর্টে
পঙ্কজ ভট্টাচার্য। ছবি: সংগ্রহ

গুরুতর অসুস্থ ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য। ৮৩ বছর বয়সী এই রাজনীতিককে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গণমাধ্যমকে এ তথ্য জানান পঙ্কজ ভট্টাচার্যের ভায়রা ডা. মানস বসু।

তিনি জানান, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রাম জেলায় রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্ম নেন পঙ্কজ ভট্টাচার্য। বাবা শিক্ষক প্রফুল্ল কুমার ভট্টাচার্য ও মা মনি কুন্তলা দেবী।

ষাটের দশকের স্বৈরশাসক আইয়ুব-ইয়াহিয়াবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা পঙ্কজ ভট্টাচার্য। সমকালীন রাজনীতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেননি তিনি। অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা, লোভ তাকে কখনো বিচ্যুত করতে পারেনি।