আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল ১টি বিস্ফোরিত ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন।
জানা গেছে, ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা চিকিৎসার জন্য আমোরিকায় অবস্থান করছেন। তার স্ত্রী, মেয়ে ও ছোট ভাই শাহাদাত হোসেন ঘটনার সময় ওই বাড়িতে অবস্থান করছিলেন।
ওসি সাইফ উদ্দিন বলেন, ‘আমরা একটি গুলির কার্তুজ পেয়েছি এবং ঘটনাস্থলে অবিস্ফোরিত লাল টেপ মোড়ানো দুটি বোমা পেয়েছি।’
নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম জনান, খবর পাওয়ার পরপরই আমি সার্কেল এসপিসহ অফিসার পাঠিয়েছি। তাদের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি