রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি কর্মীরা কাকরাইল মোড়ে পুলিশ বক্স এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) ভবনেও আগুন দেয়। যদিও পাঁচ মিনিট পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়েছে।
দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দেখা যায়। বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রাজধানীতে প্রধান দু’দলের সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। উদ্বেগ রয়েছে সাধারণ মানুষের মধ্যে।