প্রচ্ছদ ›› রাজনীতি

ক্ষমতাসীনরা পকেট ভারী করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২২ ২১:১৯:৫৫ | আপডেট: ৩ years আগে
ক্ষমতাসীনরা পকেট ভারী করছে: ফখরুল

বাজার সিন্ডিকেট করে ক্ষমতাসীনরা পকেট ভারী করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “তারা (সরকার) জিনিসপত্রের দাম কমাতে পারবে না। কারণ ওইখান থেকে তারা ভাত খায়, তাদের নেতারা সিন্ডিকেট করে সেখান থেকে ভাত খায়, পকেট ভারী করে, করছে”।

মির্জা ফখরুল বলেন, “আমাদেরকে জনগণের এই কষ্ট দূর করতে হবে, আমাদের মা-বোনদের ওই টিসিবির ট্রাকের পেঁছনে দৌঁড়ানো বন্ধ করতে হবে, আমাদের যেসব ভাইরা গুম হয়ে গেছে তাদের পরিবারের পাশে গিয়ে দাঁড়াতে হবে।”