প্রচ্ছদ ›› রাজনীতি

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২২ ১১:০৫:০৬ | আপডেট: ১ year আগে
খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। ফালে এ দিন সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের মাঠে উপস্থিত হচ্ছেন।

রাজশাহীর ঐতিহাসিক হাজী মুহম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে (মাদরাসা মাঠে) শনিবার দুপুর ২টায় এ গণসমাবেশ শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টার দিকে গণসমাবেশ শুরু হবে। এর আগে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এদিকে দলটির কেন্দ্রীয় নেতৃরা একদিন আগেই বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে রাজশাহীতে এসেছেন।

এ দিন সকাল ৬টার দিকে সমাবেশস্থল নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলের মাঠের (মাদ্রাসা মাঠ) গেট খুলে দেওয়া হলে ঢুকতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। অনেকের হাতেই শোভা পায় প্ল্যাকার্ড-ফেস্টুন।

বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহীর সমাবেশের আগেও ডাকা হয় পরিবহন ধর্মঘট। এ কারণে সমাবেশ সফল করতে রাজশাহীতে আগেভাগেই জড়ো হন নেতাকর্মীরা। 

তারা জানিয়েছেন, পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে যোগ দিতে বেগ পেতে হয়েছে অনেককে। রাস্তায় পুলিশি তল্লাশিও চালানো হয়েছে। সমাবেশকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে।
এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন। তারা সমাবেশস্থল মাদ্রাসা মাঠ এলাকায় অবস্থান নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশ।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পরিবহন ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটকানো যায়নি।

এ দিকে, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।