প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ অনশন করবে ২০০ মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক
২৪ জুলাই ২০২৩ ০৯:৫৬:৪৬ | আপডেট: ১ year আগে
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ অনশন করবে ২০০ মুক্তিযোদ্ধা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং সরকারের পতনের একদফা দাবিতে অনশন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এতে দুই শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেবেন।

গতকাল মুক্তিযোদ্ধা দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির উদ্বোধন করবেন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাপনী বক্তব্য দেবেন।