বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হলেও তার দলের নেতা-কর্মীরা মানসিকভাবে অসুস্থ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি যদি বিদেশে দেশের বিরুদ্ধে বিষোদগার না করতো, তবে দেশ আরও এগিয়ে যেতো।
রোববার দুপুরে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। তাই তাদের দলের চেয়ারপারসনের অসুস্থতার কথা বাদ দিয়ে এখন আবার দেশের বদনাম করতে বিদেশে লবিস্ট নিয়োগ করেছে।
সম্মেলনে আ.লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে স্বীকৃত। বিশ্ব নেতারা সবসময়ই তার নেতৃত্বের প্রশংসা করেন। আর খালেদা জিয়া তার শাসন আমলে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসনের জাতীয় সাংসদ অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, শাহজাদপুর আসনের সাংসদ মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কমিটির স্বাস্থবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর আ.লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা প্রমুখ।