প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২১ ১৮:৩১:৪৮ | আপডেট: ৪ years আগে
খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে কোনো আবেদন করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার বিকেলে রাজধানীতে কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়ে এ কথা বলেন তিনি। এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের বাইরে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করলে সেটি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হবে।’

সোমবার বিএনপি সূত্রে বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিঙ্গাপুরে নিতে চায় তার পরিবার ও দল। রাতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে এ কথা বলেন বলেও জানা গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। তবে বর্তমানে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে বলে জানা গেছে। তাকে এখন আর অক্সিজেন মাস্কের মাধ্যমে আলাদা অক্সিজেন দিতে হচ্ছে না। মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক টিমের একটি সূত্র এ কথা জানিয়েছে।

সোমবার দুপুর ২টার দিকে করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর তিনশ ফিট এলাকায় তার শারীরিক সর্বশেষ অবস্থা জানিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।