প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়ার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দেখান: ফখরুলকে কাদের

নিজস্ব প্রতিবেদক
০৬ জুন ২০২২ ১৫:৩২:৩৩ | আপডেট: ৩ years আগে
খালেদা জিয়ার পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি দেখান: ফখরুলকে কাদের

কবে, কখন খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতো বিনিময়কালে বিএনপি মহাসচিব দাবি করেন, “পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন খালেদা জিয়া। একদিকে না পদ্মা সেতুর দুই দিকেই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এগুলো কিন্তু কেউ উচ্চারণও করে না, বলেও না। যমুনা সেতু যখন তৈরি হয় তখন একই অবস্থা তৈরি করেছে।”

ফখরুলের এমন বক্তব্যের জবাবে সোমবার ওবায়দুল কাদের বেগম খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চান। 

সেতুমন্ত্রী বলেন, “পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে নিয়ে ফখরুল সাহেবের বক্তব্য বছরের সেরা আবিষ্কার। কবে, কখন খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেই ভিত্তিপ্রস্তরের ছবি দেখতে চাই।”

প্রকৃতপক্ষে শেখ হাসিনাই ২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন দাবি করে ওবায়দুল কাদের আরও বলেন, “এটি ইতিহাসের অংশ। সেই ছবিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছিল। বিএনপি নেতারা যা বলছেন তাতে মনে হয় কয়েকদিন পরে হয়তো বলবেন পদ্মা সেতু জিয়াউর রহমানের স্বপ্ন।”

সেতুমন্ত্রী আরও বলেন, ‌“মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা ইদানিং এমন অনেক দিবাস্বপ্ন দেখছেন, খালেদা জিয়া কর্তৃক পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পর্কিত বক্তব্য সেই দিবাস্বপ্নেরই অংশ।”