বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনের সড়কে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শনিবার সকাল থেকেই গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের বাসার সামনের সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
শামসুদ্দিন দিদার বলেন, ‘আজ সকাল থেকেই বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাসার কাছাকাছি স্থানে অতিরিক্ত ডিবি পুলিশও অবস্থান করছে।’
এর আগে গত শনিবার ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সড়কের দুই পাশেই চেকপোস্ট বসানো হয়েছিল।