বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছে সরকার। এবারও আগের মতোই বেড়েছে ৬ মাস।
তার এ সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বুধবার দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
২০২০ সালের ২৫ মার্চ সাজা স্থগিতের পর থেকে তিনি প্রায় দুই বছর কারাগারের বাইরে তার গুলশানের বাসায় থাকছেন।
এ মেয়াদেও আগের মতই তিনি বিদেশ যেতে পারবেন না এবং দেশে থেকেই চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।
এর আগে ৬ মাস করে ৪ বার বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছিল। আগামী চলতি মেয়াদ শেষ হবে ২৪ মার্চ।