প্রচ্ছদ ›› রাজনীতি

গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক মান্নান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২২ ১৭:৪২:৪১ | আপডেট: ৩ years আগে
গাজীপুরের সাবেক মেয়র অধ্যাপক মান্নান মারা গেছেন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তার বয়স হয়েছিল ৭২ বছর। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতরাতে তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।