প্রচ্ছদ ›› রাজনীতি

চট্টগ্রাম জনসভায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২ ১৭:০৭:০০ | আপডেট: ১ year আগে
চট্টগ্রাম জনসভায় আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে জহিরুল ইসলাম বাচা (৪৭) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম বাচা চন্দনাইশ উপজেলার ৮ নম্বর উত্তর হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে চট্টগ্রামের চন্দনাইশ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসেন জহিরুল ইসলাম। দুপুর ১২টার দিকে গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা শাহজাহান নামের এক ব্যক্তি বলেন, সকালে চন্দনাইশ থেকে আমাদের জনসভার গাড়ি নিউ মার্কেট এলাকায় আসে। এরপর গাড়ি থেকে নেতাকর্মীদের টি-শার্ট বিতরণ করা হচ্ছিলো। ওই সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। বাচা মিয়ার অধীনে দু’টি গাড়ি ছিল। হঠাৎ তিনি শরীর খারাপ লাগছিল বলে জানায়। পরে তাকে একটি টেইলার্সের দোকানে বসাই। সেখানে তিনি অনবরত ঘামতে শুরু করেন। পরে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশিক।

তিনি বলেন, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলামের সঙ্গে জনসমাবেশে যাচ্ছিলেন তিনি। তবে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।