প্রচ্ছদ ›› রাজনীতি

চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট ২০২১ ১৪:০৫:১০ | আপডেট: ৪ years আগে
চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন নিয়ে এ ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে শেরেবাংলা নগর থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজাদ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এখনও হিসাব করা হয়নি। তবে সংখ্যাটা ১০ জনের বেশিই হবে।’

এদিকে ঘটনার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। জবাবে টিয়ারশেল ছুড়তে দেখা যায় পুলিশকেও।