প্রচ্ছদ ›› রাজনীতি

চবিতে ফের সংঘর্ষ: ছাত্রলীগের অস্ত্রের মহড়া

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৩ ২১:৪৫:২০ | আপডেট: ২ years আগে
চবিতে ফের সংঘর্ষ: ছাত্রলীগের অস্ত্রের মহড়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলগের বিবাদমান দুইপক্ষ ফের সংঘর্ষে জড়িয়েছে। এসময় দুই পক্ষকে প্রকাশ্যে দেশীয় অস্ত্রহাতে মহড়া দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে র‌্যাব-৭ এর একটি টিম ক্যাপাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গতকাল বুধবার কথা কাটাকাটির মত তুচ্ছ ঘটনায় চবি শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় একজন পুলিশ সদস্য, একজন সহকারী প্রক্টরসহ অন্তত ৮ জন আহত হয়।

সংঘর্ষের সময় চবি শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক রমজান হোসাইন প্রতিপক্ষের রামদার কোপে গুরুতর আহত হয়।  তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের গ্রুপ সিএফসি ওসিক্সটি নাইনের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় উভয় পক্ষকে দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে।

দুপুর সাড়ে তিনটায় পর্যন্ত শাহ আমানত হল ও শাহ জালাল হলে ছাত্রলীগের দুই গ্রুপকে উত্তেজিত অবস্থায় দেখা গেছে। হলগুলোতে ছাত্রলীগকে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে যেতে দেখা গেছে।

চবির সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ এলাকাটি ঘিরে রাখে। পরে র‌্যাব টিম ক্যাম্পাসে পৌঁছলে পরিস্থিতি শান্ত হয়।