জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। আজ মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, ‘জিএম কাদের সাহেব হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদকেও নমিনেশন দেননি। এরশাদ সাহেবের ছেলে হিসেবে সাদেরও তো এমপি হওয়ার অধিকার রয়েছে। সেতো সাদকে ভাতিজাই মনে করে। অথচ সাদের আসনে তিনি নিজেই দাঁড়িয়েছেন। উনি ওনার আত্মীয়দের সঙ্গেও সমস্যা করলেন। আমাদের সঙ্গে তো সমস্যা আছেই।’
তিনি জানান, তাই জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।