নাটোর-৩ (সিংড়া) আসন থেকে টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুনাইদ আহমেদ পলক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী মো. শফিকুল ইসলামকে হারিয়েছেন ৯২ হাজার ৭৫৪ ভোটে।
রোববার সকাল ৮টা থেকে সারাদেশ জুড়ে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়। নাটোর তিন আসনে পলক পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৬৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৯১৪ ভোট।
আসনটিতে ১১৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ আট হাজার ৮০০জন। পলকসহ সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ প্রার্থী।
২০০৮ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন পলক।