প্রচ্ছদ ›› রাজনীতি

ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ১৪ বছর পর বিএনপি

নিজস্ব প্রতিবেদক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৯:১০ | আপডেট: ২ years আগে
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ১৪ বছর পর বিএনপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল। প্রায় ১৪ বছর পর দলটি ডিএমপির এ অনুষ্ঠানে অংশ নেয়।

শনিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

রাজারবাগ পুলিশ লাইনে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিকেল ৩টার দিকে বিএনপির পক্ষে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

শায়রুল কবির খান জানান, ২০০৮ সালের পর এবারই বিএনপির কোনো প্রতিনিধি দল ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিল।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন বলেন, সব রাজনৈতিক দলের মতো বিএনপিকেও দাওয়াত দেওয়া হয়। তাদের (বিএনপি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে।