জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
রোববার সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার জাতীয় সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এদিন বিকেল ৫টায় বসছে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন। এই অধিবেশনেই নতুন ডেপুটি স্পিকারকে নির্বাচন করবে সংসদ।
পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য হলেন শামসুল হক টুকু। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।ডেপুটি স্পিকার হচ্ছেন শামসুল হক টুকু।