প্রচ্ছদ ›› রাজনীতি

ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম

আফসানা খানম আশা
১৮ অক্টোবর ২০২৩ ১৯:০০:৩৯ | আপডেট: ১ year আগে
ঢাকা-১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়া) আসনে নিজ দলের মনোনয়ন চান আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।

বিজনেস পোস্টের সাথে আলাপচারিতায় তিনি তুলে ধরেন নির্বাচন বিষয়ে তার ভাবনার কথা। সফল হলে কীভাবে এলাকার মানুষের উন্নয়নে অবদান রাখবেন সেই কথা। 

উপজেলা নির্বাচনের টার্গেট আমার কখনোই ছিল না। প্রত্যেকটা মানুষ রাজনীতি করে সর্বশেষ একটা টার্গেট থাকে জাতীয় সংসদ সদস্য হওয়া। আমার ওই টার্গেট। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছোট্ট একটা পরিষদ এই পরিসর থেকে ব্যাপক ভিত্তিতে মানুষের উন্নয়ন করা অসম্ভব একটি কাজ, এজন্য আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আগামী নির্বাচনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেযন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে এই ব্যাপক জনগোষ্ঠীর সরাসরি উন্নয়ন করার সহযোগিতা করা তাদের যেকোনো সুখে-দুঃখে পাশে থাকা সম্ভব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে এটি সম্ভব হয় না।

তিনি বিশ্বাস করেন, যদি মনোয়ন পান কবে জয়ী হতে পারবেন। এ বিষয়ে তিনি বলেন, আমার আত্মবিশ্বাস এর কিছু কারণ আছে। আপনি লক্ষ্য করবেন আমাদের ঢাকা ১৯ সংসদীয় এলাকা সাভার থানা এবং আশুলিয়া সমন্বয়ে গঠিত। এই আসনে সাভার পৌরসভা ও তিনটি ইউনিয়ন মিলে ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার। অন্যদিকে আশুলিয়ার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার। তার মধ্যে ধামসোনা ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৯৬ হাজারের কিছু বেশি।

আমাদের এই অঞ্চলটি শিল্প অঞ্চল। আমি মনে করি আওয়ামী লীগের প্রার্থী যদি আশুলিয়া থানা থেকে দেওয়া হয় তবে আগামী নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন হবে। আর আমাকে যদি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় তবে বিএনপির যে কোনো প্রার্থীর সঙ্গে নির্বাচন করে আমি জয়ী হতে পারব।

আমি যদি সংসদ সদস্য হতে পারি আমার ধামসোনা ইউনিয়ন এলাকায় যে উন্নয়ন করেছি একই ধরনের উন্নয়ন আমি পুরো সংসদ এলাকায় করব এটি আমার বিশ্বাস কারণ উন্নয়ন কিভাবে করতে হয় আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সেটি উপলব্ধি করতে পেরেছি। আমি জানি উন্নয়ন কীভাবে করতে হয়।

আর যেহেতু আমি যে ইউনিয়নের চেয়ারম্যান, আমি আমার ইউনিয়নের যে উন্নয়ন করেছি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন ইউনিয়ন তো পারি নাই বাংলাদেশের শতকরা ৮০ টি পৌরসভা আমার ইউনিয়নের মত উন্নয়ন করতে পারেনি।