প্রচ্ছদ ›› রাজনীতি

ঢাকায় ছাত্রদলের ৬ ইউনিটে নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ২১:৫৯:৩৮ | আপডেট: ৩ years আগে
ঢাকায় ছাত্রদলের ৬ ইউনিটে নতুন কমিটি

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের ৬ ইউনিটের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এসব ইউনিট হলো রামপুরা, হাতিরঝিল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কলেজ।

মঙ্গলবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মহানগর উত্তরের সভাপতি মেহেদী হাসান রুয়েল ও সাধারণ সম্পাদক মো. রাসেল বাবু এসব (আংশিক) কমিটির অনুমোদন দেন। আগামি ১৫ দিনের মধ্যে এসব ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ঢাকা মহানগর উত্তরের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষিত নতুন কমিটিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি হাদিসুর রহমান শাহিন, সিনিয়র সহসভাপতি তুহিন উজ্জামান তুহিন, সহসভাপতি ইব্রাহিম মামুন, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সৈকত করিম ইমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক জিহাদুর রহমান রাজু, বুলবুল আহমেদ, আব্দুস সোবহান শাকিল, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সিয়ামুল হক, ফুয়াদ হাসান, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহ প্রচার সম্পাদক নুরুজ্জামান ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক শুভ। 

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) কলেজের সভাপতি আসাদুল শিকদার, সিনিয়র সহসভাপতি হাসনাইন মামুন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। 

রামপুরা থানার সভাপতি আসাদুজ্জামান ফয়সাল, সিনিয়র সহসভাপতি ইবনে আল মিরাত প্রান্ত, সহসভাপতি নজরুল ইসলাম রাসেল, রাকিব আহমেদ রানা, জাহিদুল ইসলাম জাহিদ, সোলায়মান সুলতান, সাধারণ সম্পাদক রোমান আহামেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান তাহেরসহ ১৪ জন সদস্য রয়েছেন।

হাতিরঝিল থানার সভাপতি আনিকুর রহমান জাফর, সিনিয়র সহসভাপতি এসএম মাহমুদুজ্জামান রাকীব, সহসভাপতি রাসেল বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মীম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নাঈম পিংকুসহ ১০ সদস্য রয়েছেন।

ক্যান্টনমেন্ট থানার সভাপতি মোহাম্মদ হোসাইন জয়, সিনিয়র সহসভাপতি শিশির হাওলাদার, সহসভাপতি রাকিব হোসেন তাহসিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তিয়াক আহমেদসহ সদস্য রয়েছেন সাতজন।  

ভাষানটেক থানার সভাপতি শাকিল আহমেদ, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি দ্বীন ইসলাম, কাওসার আহমেদ রনি, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান অনিকসহ ১১ জন সদস্য রয়েছেন।