প্রচ্ছদ ›› রাজনীতি

ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন, সম্পাদক সৈকত

নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর ২০২২ ১০:৫৬:০০ | আপডেট: ২ years আগে
ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন, সম্পাদক সৈকত
মাজহারুল কবির শয়ন ও তানভীর হাসান সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নতুন শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বের হয়ে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর এই কমিটি ঘোষণা করা হলো।

এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালি ইয়াসিরের নাম ঘোষণা করা হয়।

একই সঙ্গে ঘোষণা করা হয় সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম।

এবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি হয়েছেন রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক পদে এসেছেন সাগর আহমেদ। অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন সজল কুন্ডু।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। তার আগেই হয় ঢাবি ছাত্রলীগের সম্মেলন। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে। আজ সেই ঘোষণা এলো।