জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) চায়, যেটা একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন করতে পারবে।
তিনি বলেন, আমরা এমন একটি শক্তিশালী নির্বাচন কমিশন চাই যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হবে।
জাতীয় পার্টির প্রধান বলেন, পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য সার্চ কমিটি কার নাম প্রস্তাব করবে, তা দেখার জন্য জনগণ উৎসুক।
শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।
জিএম কাদের বলেন, ‘তাদের দল নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী একটি আইন চায়। বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করতে আমরা আইনটিও চেয়েছি।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। তবে সিইসি নিয়োগের আইন নতুন বোতলে পুরানো মদ ছাড়া আর কিছুই নয়।
তিনি অবশ্য বলেন, রাষ্ট্রপতি মনোনীত সার্চ কমিটির সকল সদস্যই সম্মানিত ব্যক্তিত্ব। ‘আমি আশা করি তারা নির্বাচন কমিশনের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য লোকদের নির্বাচিত করবে।’
উল্লেখ্য নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়।