প্রচ্ছদ ›› রাজনীতি

দাম কমানোর দাবিতে ছাত্রদলের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২২ ১২:৪৮:১৪ | আপডেট: ৩ years আগে
দাম কমানোর দাবিতে ছাত্রদলের সমাবেশ

দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল।

রোববার সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে পূর্ব ঘোষিত এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজ ছাত্রদলের ইউনিট কমিটির নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হন। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় অনতিবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান বক্তরা।