মানবতাবিরোধী অপরাধ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে পিরোজপুরে নিজের প্রতিষ্ঠিত আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে সাঈদীর জানাজা সম্পন্ন হয়। এরপর সাঈদী ফাউন্ডেশনের বায়তুল হামদ জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মজিবর রহমান। জানাজায় সারা দেশ থেকে সাঈদীর ভক্ত ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহ পিরোজপুরে পৌঁছায়। তার আগে সোমবার রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেলে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। পরে ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন তিনি।