আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার বলেছেন, দেশ নয়, বিএনপিই খারাপ সময় পার করছে।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খারাপ সময়ের কথা বলে দেশের মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আসলে দেশে খারাপ সময় নেই; বিএনপির রাজনীতিতেই খারাপ সময় চলছে।
‘বর্তমান সরকারের দমন-পীড়ন ও দুঃশাসনের কারণে দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক এমন মন্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ফখরুল অভিযোগ করে বলেন, তাদের দলের ছয় শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে এবং আরও এক হাজারের বেশি নিহত হয়েছে। এছাড়াও বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন উদ্দেশ্যহীন পথিক। তারা এখন বিএনপির শীর্ষ নেতাদের ব্যর্থ নেতৃত্বের হাত থেকে রেহাই পেতে চায়। বিএনপি আমলের দুঃশাসন ভুলে যেতে চায় মানুষ।
তিনি আরও বলেন, জনগণ বারবার আওয়ামী লীগকে নির্বাচিত করেছে এবং বরাবরের মতো আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে। সেটা বুঝতে পেরে বিএনপি এখন ভুগছে।
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বারবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের সর্বোচ্চ আদালত যে ইস্যু নিষ্পত্তি করেছে তা উত্থাপনের কোনো মানে হয় না।
তিনি জোর দিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার শুধু সহযোগিতা করবে।
মন্ত্রী বলেন, ‘তাই আমি বিএনপিকে বলবো আপনারা যদি নির্বাচনে বিশ্বাস করেন, জনগণের প্রতি আস্থা রাখেন, তাহলে ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। আশা করি, বিএনপির শুভবুদ্ধির জয় হবে।’