প্রচ্ছদ ›› রাজনীতি

দেশে ফিরেছেন হাজি সেলিম

নিজস্ব প্রতিবেদক
০৫ মে ২০২২ ১৪:৪০:০৮ | আপডেট: ৩ years আগে
দেশে ফিরেছেন হাজি সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তিনি হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, থাই এয়ারওয়েজের টিজি- ৩২১ ফ্লাইটে হাজি সেলিম দেশে ফিরেছেন। এ সময় তাকে রিসিভ করতে তার ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা এসেছিলেন।

হাজি সেলিমের ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মাহমুদ জানান, দেশে ফিরে হাজি সেলিম লালবাগে ২৮ নম্বর ওয়ার্ডে তার নির্বাচনী এলাকার বাসিন্দা শাহানা বেগমের জানাজায় অংশ নেন। বেলা দেড়টার দিকে লালবাগের তালগাছা শাহী জামে মসজিদে ওই জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে শনিবার সন্ধ্যায় থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন হাজি সেলিম। আদালতের দেওয়া দণ্ড মাথায় নিয়ে দেশ ছাড়া নিয়ে শুরু হয় বিতর্ক। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন। ওই মামলায় আওয়ামী লীগের এই এমপির ঈদের পর বিচারিক আদালতে আত্মসমর্পণের কথা রয়েছে। কিন্তু তার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি ব্যাংকক গিয়েছিলেন।