প্রচ্ছদ ›› রাজনীতি

দেশের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২৩ ১৩:২৪:৫৪ | আপডেট: ১০ মাস আগে
দেশের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান: আমীর খসরু
আমীর খসরু মাহমুদ চৌধুরী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে বাংলাদেশের রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি বোঝার চেষ্টা করছে জাপান। সরকার বদল হলেও পরিস্থিতি বিনিয়োগ বান্ধব থাকবে কি না, সে বিষয়ে জানতে চেয়েছেন রাষ্ট্রদূত কিমিনোরি।

দেশটির রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এর আগে, রোববার সকাল ১০টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্ব ও পার্টনারশিপ অনেক পুরনো। জাপান বাংলাদেশের টপ পার্টনারশীপে অবস্থান করছে। ধরতে গেলে তাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব সবার উপরে। তাদের ব্যবসায়ীরা, তাদের সরকার বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগ করছে, প্রজেক্টগুলোতে বিনিয়োগ করছে। সব মিলিয়ে জাপান বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য একটি দেশ। দু’দেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়গুলো জাপান দেখতে চায়, সরকার বদল হলেও স্বাভাবিকভাবে দেখতে চাইবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সার্বিক নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা- সেগুলো নিয়ে সবাই উদ্বিগ্ন, জাপানেরও উদ্বেগ থাকার কথা। তারা জানতে চেষ্টা করছে আগামীতে বাংলাদেশে কী হতে যাচ্ছে, তা তারা বোঝার চেষ্টা করছেন।’

মার্কিন ভিসানীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ১৭ কোটি মানুষ কোথায় যাবে, না যাবে তা তারা সিদ্ধান্ত নেবেন। একটি জাতি কোন দিকে যাবে তা তো প্রধানমন্ত্রী ঠিক করে দিতে পারেন না।’