প্রচ্ছদ ›› রাজনীতি

নবম দাফায় বিএনপির অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৩ ১০:০৩:২৭ | আপডেট: ১ year আগে
নবম দাফায় বিএনপির অবরোধ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলসহ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নবম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

রবিববার ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে নবম দফার এ অবরোধ চলবে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত। সারা দেশে সড়ক, রেল, নৌপথ ও রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

তবে অবরোধের মধ্যেও রাজধানীতে যান চলাচল বেড়েছে। দূরপাল্লার বাস চলাচল কিছুটা কম। নাশকতা ঠেকাতে বিভিন্ন সড়কে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

অবরোধের আগের রাতে রাজধানীর ৩ টি স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়া হয়। কিছুক্ষণ পর গাবতলী বাস টার্মিনালে একটি এবং আগারগাঁওয়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।