বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তাদের দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে তাদের দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। একই সাথে প্রায় ৬০০ নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে।
পুলিশের অভিযানের সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম ও উত্তর মহানগর শাখার আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিএনপির প্রায় ৬০০ নেতাকর্মীকে দলীয় কার্যালয় ও নয়াপল্টন এলাকা থেকে ‘নৃশংসভাবে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
তবে পুলিশ জানিয়েছে, বুধবার বিকালে বিএনপির নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিন শতাধিক নেতাকর্মীকে আটক করেছে তারা।
আরও পড়ুন- রাস্তায় সমাবেশ করতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার
পুলিশের অভিযানে কার্যালয়ে প্রবেশ করতে ব্যর্থ হয়ে বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে বিএনপি কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নেয়া ফখরুল রাত ৮টার দিকে এলাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি কার্যালয়ের সামনে ফুটপাতে বসে থাকা বিএনপি নেতাকে দেখা গেছে অফিসের ভেতর থেকে দলের অন্য নেতাদের কীভাবে গ্রেপ্তার করা হচ্ছে তা অসহায়ভাবে দেখছেন।