নরসিংদীতে অভ্যন্তরীণ কোন্দলে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদলকর্মী আশরাফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট মো. আক্তার হোসেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পিঠে গুলিবিদ্ধ অবস্থায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এরপর রাতেই তার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নিয়ে রাখা হলে সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।