প্রচ্ছদ ›› রাজনীতি

নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ

দু’টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১১:০৪:০৮ | আপডেট: ২ years আগে
নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ

নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে প্রতিবাদ সভা করছে বিএনপি।

শনিবার সকাল সাড়ে ৮টায় নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা শুরু করে বিএনপি। সমাবেশ শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়।

পরে পুলিশ এসে আরও দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

এদিকে বিএনপির কর্মসূচির শুরুর পর ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল সহকারে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) অফিসের সামনে থামিয়ে দেয় পুলিশ।

দুইটি ককটেল উদ্ধারের কথা নিশ্চিত করেছেন নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ।