প্রচ্ছদ ›› রাজনীতি

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ : গুলিতে যুবদলকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
০১ সেপ্টেম্বর ২০২২ ১২:৪২:৩০ | আপডেট: ২ years আগে
নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ : গুলিতে যুবদলকর্মী নিহত

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শাওন (২০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তবে তিনি কোন পক্ষের গুলিতে নিহত হয়েছেন তা জানা যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ২নং রেলগেট এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শাওন মারা যান। নিহত শাওন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বাবার নাম শাহেদ আলী।

জানা যায়, ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় সাংবাদিক, পুলিশ ও বিএনপির অর্ধশতাধিক নোতকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন।