প্রচ্ছদ ›› রাজনীতি

নিপুণ রায়সহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
২৭ মে ২০২৩ ১৫:১২:২৪ | আপডেট: ২ years আগে
নিপুণ রায়সহ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। পুরনো ছবি

রাজধানীর কেরানীগঞ্জে শুক্রবার আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীসহ ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

শনিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুমন মিয়া। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলা ঘটনায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য হাজী নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে বলেও জানান মামুনুর রশীদ। তিনি আরও বলেন, শনিবার দুপুরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আসিকুর রহমান।

উল্লেখ্য, শুক্রবার সকালে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় আওয়ামী লীগের ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।